
- খবরদার একদম ঘরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থাক ।
-- তাহলে দরজা খুলেছ কেন ?
-- দরজা খুলেছি তোমাকে দেখার জন্য ।
-- আমার অপরাধটা কি বলবে তো ?
-- তোমার কাছে ঘড়ি আছে ?
-- আছে তো
-- টাইম দেখ কয়টা বাজে
-- দশটা টা বাজে মাত্র
-- অফিস ছুটি হয়েছে কয়টায় ?
-- কয়টায় আবার পাঁচটায়
-- তাহলে এতো দেরি হলো কেন ?
-- ইয়ে মানে রাস্তায় অনেক জ্যাম ছিল
-- জ্যাম ছিল না অন্য কোন মেয়ের সাথে টাঙ্কি মেরে আসলা ।
-- ছিঃ ছিঃ ছিঃ তুমি এই সব কথা বলতে পারলা । তুমি না আমার ময়না পাখি...