___ জীবনানন্দ দাশ
সেই মেয়েটি এর থেকে নিকটতর হ'লো না;
কেবল সে দূরের থেকে আমার দিকে একবার তাকালো
আমি বুঝলাম
চকিত হয়ে মাথা নোয়ালো সে
কিন্তু তবুও তার তাকাবার প্রয়োজন—সপ্রতিভ হয়ে
সাত—দিন আট—দিন ন—দিন দশ
সমস্ত চোখ দিয়ে আমাকে নিদিষ্ট করে
অপেক্ষা করে-- অপেক্ষা করে
সেই মেয়েটি এর থেকে নিকটতর হ'লো না;
কারণ আমাদের জীবন পাখিদের মতো নয়
যদি হ'ত
সেই মাঘের নীল আকাশে
আমি তাকে নিয়ে একবার ধবলাটের সমুদ্রের দিকে চলতাম
গাঙশালিখের মতো আমরা দু'টিতে
আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি
তমি কোন এক পাখির জীবনের অপেক্ষা করছো
হয়তো হাজার বছর পরে মাঘের নীল আকাশে
সমুদ্রের দিকে যখন উড়ে যাবো
আমাদের মনে হবে
হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম।
0 comments:
Post a Comment