কালো মেঘ ছেয়ে গেছে
নীল আকাশটা জুড়ে,
আঁধার যেন গ্রাস করেছে
শূন্যের বুকটা ছিঁড়ে।
নিস্তব্ধ হয়েছে কেন
বিষন্ন এই পৃথিবী?
কেন আজ হারিয়েছে
তার মাধুর্য সবই?
বাতাস যেন ভুলেছে তার
অবিরাম পথ চলা,
কঠোর হাতে কে করছে
এই নিষ্ঠুর লীলাখেলা?
ক্লান্ত পথিক হেঁটে যেতে
বিমর্ষ চোখে চায়-
একটু আশার আলো যদি
কোথাও খুঁজে পায়!
থেমে গেছে কেন আজ
পাখিদের কলরব?
আকাশ কেন হয়েছে আজ
কেবলি নিশ্চুপ নীরব?
পথিক ভাবে হঠাৎ আজ
কে করলো দ্রোহ?
উত্তর না পেয়ে তার
ভেঙ্গে গিয়েছে মোহ।
নিরব রাস্তা একাকী রয়
এতটুকু নাই প্রাণ-
দেখে তাই পথিকের মন
করে ওঠে আনচান।
সূর্য্য অভিমান করে কেন
লুকিয়ে ফেলেছে মুখ?
কিসের এত ব্যথা বেদনা,
কিসের এত দুখ?
চলতে চায় না যে আর
থমকে গিয়েছে সময়,
বারবার কেন যেন
মনে পড়ছে সময়!
মনের আকাশেও আজ তাই
কালো মেঘ গেছে ছেয়ে,
শূন্য হৃদয় হাহাকার করে
শুধু তোমায় না পেয়ে...
Thursday, August 25, 2016
Home »
» কালো ছায়া
কালো ছায়া
Related Posts:
মেঘলা আকাশআজ আকাশটা মেঘলা, তাই একটু বের হইছি ঘুরতে। মেঘলা দিনে একটা ভয়ংকর সুখ কাজ করে ঘুরার মাঝে। যেমন, কখন বৃস্টি পরা শুরু হয়, কখন দৌড় দিতে হবে । ঘর বাড়ি না ফেলে কচু পাতা নিয়ে মাথায় দিয়ে হাটা। তাই মেঘলা আকাশ মানে চুরি করা ভয়ংকর সুখের … Read More
হিমুর চোখে জলএই, এই কে ওখানে, এদিকে আসতে বলছি। যলদি আসো, না আসলে একদম থাবড়ায়ে দাঁত ফেলে দেবো। : স্যার এসেছি, থাবড়া দিলে বাম গালে দেন কারন একটা দাঁত অনেকদিন থেকে ব্যথা করছে। ডেন্টিস্টের কাছে যাবার টাকা নেই। একটা থাবড়া দিয়ে দাঁতটা… Read More
A Tragical Love Story **this is not my own story, just sharing it*** What can I say about a girl I loved since I was ten... that I love the way she laughs at me when I commit mistakes, the way she fusses over silly things and even the way she … Read More
বনলতা সেন -জীবনানন্দ দাশ- হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক… Read More
হলুদ হীমুর নীল বেদনা দৃষ্টির বাহিরে রুপা তাকিয়ে-- আর হিমু, রুপার সেই দৃষ্টিকে বোঝার অপার চেষ্টায় মগ্ন! মাঝে মাঝে হিমুর না বলা ভাষায়, রুপা নিজেকে হারাবার চেষ্টায় বিভোর হয়ে উঠে। রুপার নীল শাড়িতে, আজ যেন নীল জোঁনাকি বাসা বেধেঁছে হিমুর হলুদ প… Read More
0 comments:
Post a Comment