একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু মেয়েটা ছেলেটাকে
ভালোবাসতো না।
তো ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয়ে বলল,
আমি তোমাকে ভালোবাসি।তুমি কেন বুঝতে পারনা?তোমার খারাপ লাগবে বলে
আমি তোমার পিছু নিইনা,
তোমার খারাপ লাগবে বলে আমার কথাগুলো শোনার অনুরধও করিনা।কিন্তু আজ
অনুরোধকরছি
আমার কথাগুলো শোনার জন্য।
কারন আমি আর থাকতে পারছিনা।ঠিকমত
খেতে পারছিনা,
যেদিন থেকে
তোমায় দেখেছি
ঘুমোতে পারছিনা।ঘুমোবার সময় তোমার কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে।শুধু ভাবি
তুমি কেন বুঝতে
পারনা আমি তোমায় কতটা ভালোবাসি।তোমার মনে কি আমার জন্য একটুও
জায়গা নেই? মেয়েটি কিছু না বলে
চলে গেলো…কয়েকদিন পর, ছেলেটা মেয়েটিকে আবার বলল, তোমাকে ছাড়া আমার নিঃসাস বন্ধ হয়ে
আসছে।তাই বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছেকরে। মেয়েটি বলল,
আমার সঙ্গে এইসব নাটক করাবাদ দাও।
ছেলেটি বলল,,আমার মুখের কথা মিথ্যে হতে পারে, কিন্তু এই
চোখের জল মিথ্যে নয়।আর নাটকের
কথা
বলছ
তো, ঠিক আছে
তোমাকে দুই বছর ধরে ভালোবেসে যাওয়া যদি নাটক হয়, তো এই
নাটক আমি সারাজিবনের
জন্যকরে যাব। তোমায় ভালোবাসি, তোমাকেই ভালোবাসব, আর একটা কথা আমার এই চোখের
জলএকদিন তোমাকেউ কাঁদাবে।
আর সেদিন হইতোআমি আর থাকবনা।
একদিন রাত্রে,মেয়েটি ছেলেটির বন্ধুর কাছ থেকে ছেলেটির মোবাইল নম্বর নিয়ে ফোন করে বলল, আমি বৃষ্টি,
তুমি আকাশ তো? ছেলেটি মানে
আকাশ খুশি হয়ে বলল, তুমি আমাকে ফোন করেছ বৃস্টি, আমি খুব খুশি হয়েছি। বলো কি বলবে।মেয়েটি বলল
তুমি আমাকে সত্যি ভালোবাসো? ছেলেটি বলল, হ্যাঁ। মেয়েটি বলল, তাহলে তুমি আমার একটা কথা রাখবে?
ছেলেটি বলল, বলো কি কথা। মেয়েটি বলল, তুমি আমাকে ভুলে যাও, আর আমি চাই তুমি কখনও আমায় দেখার
চেষ্টা করবেনা।কারন আমার বিয়ে ঠিক হয়ে
গেছে, তাই আমিআর এইসবের মধ্যে জড়াতে চাইনা।। ছেলেটি বলল, ঠিক আছে, তবে তোমাকে আমি আর
একটি বার দেখতে চাই। মেয়েটি বলল, বল কখন।কাল সকাল ৮টার সময় কলেজের বড় বটগাছটার কাছে।মেয়েটি
বলল ঠিক আছে আমি আসব। পরের দিন… মেয়েটি সেখানে গিয়ে দেখে, ছেলেটি গলায় দড়ি দিয়েছে আর সেখানে
একটা বড় কাগজে রক্ত দিয়ে লেখা আছে “আজ আমি ভীশন খুশি, কারন আমার প্রিয় মানুষটির দেওয়া কথা আমি
রাখতে পেরেছি”।আর সেখানে একটি ছোট্ট চিঠিও ছিলো,যেটিতে লেখা ছিল…জানু,কাল রাত্রে আমার ভীষন কষ্ট হচ্ছিল।
শুধু তোমার কথা মনে পড়ছিল। তাই ভাবলাম শুধুমাত্র আমি মরে গেলেই তোমাকে ভুলে যেতে পারব। তাই তোমাকে সুখের
বাসায় রেখে চলে গেলাম। পারলে শুধু একটিবার তোমার মুখ দিয়ে আমায় বল “I Love You”…………..।।।।।।।।।।।।।
কিন্তু আমরা চাই না কোন গল্পের শেষটা এমন হোক। মৃত্যু কোন সমস্যার সমাধান নয়।
Tuesday, August 23, 2016
Home »
» তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি ভালোবাসি
Related Posts:
★ভালোবাসার উপহার★ - খবরদার একদম ঘরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থাক । -- তাহলে দরজা খুলেছ কেন ? -- দরজা খুলেছি তোমাকে দেখার জন্য । -- আমার অপরাধটা কি বলবে তো ? -- তোমার কাছে ঘড়ি আছে ? -- আছে তো -- টাইম দেখ কয়টা বাজে -- দশটা টা বাজে মাত্র -- অফিস… Read More
সাইকো-আসতে পারি? মোটা ফ্রমের চশমাটা চোখের দিকে আরেকটু এগিয়ে আসিফ দরজার কাছেই দাঁড়িয়ে আছে। নিপা তার রুমে বসে হুমায়ন আহমেদের একটা উপন্যাস পড়ছিল। বই থেকে চোখ উঠিয়ে আসিফকে দেখে বিছানা থেকে নেমে এল। আসিফের সামনে এসে বলল -স্যার। ভেতরে আ… Read More
Iqbal memorial govt. degree College Iqbal memorial govt. degree College … Read More
কেউ ভাল না বাসলে _____ পূর্ণেন্দু পত্রী কেউ ভাল না বাসলে আর লিখব না কবিতা। কত ভালবাসা ছিল বাল্যকালে। পুকুর ভর্তি এলোচুলের ঢেউ কলমীলতায় কত আলপনা কত লাজুক মুখের শালুক যেন সারবন্দী বাসরঘরের বৌ। এক একটা দুপুর যেন রূপসীর আদুল গা রাত্রি কারো চিক… Read More
কথোপকথন- ২ ––– পুর্ণেন্দু পত্রী এতো দেরী করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। - কি করবো বলুন ম্যাডাম? টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্যে তো আর গেইটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট কর… Read More
0 comments:
Post a Comment