ROBIN RAHMAN

Videos

Monday, August 22, 2016

কল্পনার ছায়া

ভাললাগা আর ভালথাকার,দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়,ভাললাগাটা
 ধরে রাখতে গেলে,হারাতে হয় জীবনের বাস্তবতা !
আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্নগুলোকে !
সত্যি বলতে কী জীবন চলার পথের সুখের সময় গুলো
কেন জানি খুব সংক্ষীপ্ত হয়। আর অশ্রুসিক্ত নোনা জলে ভেজা দুঃখের রাত গুলো কেন জানি ফুরোতেই চায় না।তবুও বুকের ভিতর বিধে থাকা ক্ষতটা কেন জানিশুকোতেই চায় না! একটা কল্পনার ছায়া আর অবাস্তব কিছু স্বপ্ন প্রতিটা মুহুর্তে কেন জানি অশ্রুসিক্ত বিভেষীকাময় মুহুর্ত গুলোকে মনে করিয়ে দেয়।


Related Posts:

  • ★ভালোবাসার উপহার★ - খবরদার একদম ঘরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থাক । -- তাহলে দরজা খুলেছ কেন ? -- দরজা খুলেছি তোমাকে দেখার জন্য । -- আমার অপরাধটা কি বলবে তো ? -- তোমার কাছে ঘড়ি আছে ? -- আছে তো -- টাইম দেখ কয়টা বাজে -- দশটা টা বাজে মাত্র -- অফিস… Read More
  • সাইকো-আসতে পারি? মোটা ফ্রমের চশমাটা চোখের দিকে আরেকটু এগিয়ে আসিফ দরজার কাছেই দাঁড়িয়ে আছে। নিপা তার রুমে বসে হুমায়ন আহমেদের একটা উপন্যাস পড়ছিল। বই থেকে চোখ উঠিয়ে আসিফকে দেখে বিছানা থেকে নেমে এল। আসিফের সামনে এসে বলল -স্যার। ভেতরে আ… Read More
  • Iqbal memorial govt. degree College Iqbal memorial govt. degree College … Read More
  • কথোপকথন- ২ ––– পুর্ণেন্দু পত্রী এতো দেরী করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। - কি করবো বলুন ম্যাডাম? টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্যে তো আর গেইটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট কর… Read More
  • কেউ ভাল না বাসলে _____ পূর্ণেন্দু পত্রী কেউ ভাল না বাসলে আর লিখব না কবিতা। কত ভালবাসা ছিল বাল্যকালে। পুকুর ভর্তি এলোচুলের ঢেউ কলমীলতায় কত আলপনা কত লাজুক মুখের শালুক যেন সারবন্দী বাসরঘরের বৌ। এক একটা দুপুর যেন রূপসীর আদুল গা রাত্রি কারো চিক… Read More

0 comments:

Post a Comment