_____ পূর্ণেন্দু পত্রী
কেউ ভাল না বাসলে আর লিখব না কবিতা।
কত ভালবাসা ছিল বাল্যকালে।
পুকুর ভর্তি এলোচুলের ঢেউ
কলমীলতায় কত আলপনা
কত লাজুক মুখের শালুক
যেন সারবন্দী বাসরঘরের বৌ।
এক একটা দুপুর যেন
রূপসীর আদুল গা
রাত্রি কারো চিকন চোখের ইশারা।
সর্বনাশের ভিতরে কত ছোটাছুটি ছিল
বাল্যকালে
জ্যোৎস্নার আঁচল ধরে কত টানাটানি ছিল
বাল্যকালে
জরির পাড় বসানো কত দিগদিগন্ত ছিল
বাল্যকালে।
কেউ ভাল না বাসলে আর লিখব না কবিতা।
Thursday, August 25, 2016
Home »
» কেউ ভাল না বাসলে
কেউ ভাল না বাসলে
Related Posts:
হাজার বর্ষ আগে ___ জীবনানন্দ দাশ সেই মেয়েটি এর থেকে নিকটতর হ'লো না; কেবল সে দূরের থেকে আমার দিকে একবার তাকালো আমি বুঝলাম চকিত হয়ে মাথা নোয়ালো সে কিন্তু তবুও তার তাকাবার প্রয়োজন—সপ্রতিভ হয়ে সাত—দিন আট—দিন ন—দিন দশ সমস্ত চোখ দিয়ে আমাকে নিদ… Read More
কেউ ভাল না বাসলে _____ পূর্ণেন্দু পত্রী কেউ ভাল না বাসলে আর লিখব না কবিতা। কত ভালবাসা ছিল বাল্যকালে। পুকুর ভর্তি এলোচুলের ঢেউ কলমীলতায় কত আলপনা কত লাজুক মুখের শালুক যেন সারবন্দী বাসরঘরের বৌ। এক একটা দুপুর যেন রূপসীর আদুল গা রাত্রি কারো চিক… Read More
কথোপকথন- ২ ––– পুর্ণেন্দু পত্রী এতো দেরী করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। - কি করবো বলুন ম্যাডাম? টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্যে তো আর গেইটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট কর… Read More
অনুভূতি তুমি বিহিন রাত গুলো বড়ই অসহায়। দিনগুলো একটা বোবা মানুষের মতো। যে সবাইকে নিজের আকুতিটা বোঝাতে পারে না। একটা মানুষ এতোটা সার্থপর কীভাবে হতে পারে সেটা হয়ত তোমাকে না দেখলে বুঝতাম না। কেনো এমন করলে তুমি। তোমার কী একটুও ভালোবাসা … Read More
কালো ছায়া কালো মেঘ ছেয়ে গেছে নীল আকাশটা জুড়ে, আঁধার যেন গ্রাস করেছে শূন্যের বুকটা ছিঁড়ে। নিস্তব্ধ হয়েছে কেন বিষন্ন এই পৃথিবী? কেন আজ হারিয়েছে তার মাধুর্য সবই? বাতাস যেন ভুলেছে তার অবিরাম পথ চলা, কঠোর হাতে কে করছে এই নিষ্ঠুর লীলাখেলা?… Read More
0 comments:
Post a Comment