ROBIN RAHMAN

Videos

Wednesday, August 24, 2016

হলুদ হীমুর নীল বেদনা

দৃষ্টির বাহিরে রুপা তাকিয়ে-- আর হিমু, রুপার সেই দৃষ্টিকে বোঝার অপার চেষ্টায় মগ্ন! মাঝে মাঝে হিমুর না বলা ভাষায়, রুপা নিজেকে হারাবার চেষ্টায় বিভোর হয়ে উঠে। রুপার নীল শাড়িতে, আজ যেন নীল জোঁনাকি বাসা বেধেঁছে হিমুর হলুদ পাঞ্জাবীটা, আজ যেন খুব বেশি হলদে হয়ে উঠেছে। আজ যেন হিমুর পাগলামীতে রুপা নিজেকে হারাতেই এসেছে হিমুর কাছে! অস্পষ্ট ভাষায় ভালোবাসার বাণীগুলোকে আকড়ে ধরতে এসেছে হিমুর সাথে হঠাৎ করেই বৃষ্টির জলকণাগুলো টুপ টাপ করে ধরনীর বুকে আর্বিভূত হতে লাগল, আর সেই জল, রুপাকে স্পর্শ করে মাটির বুকে আবার মিশে যেতে লাগল। রুপাকে যেন মায়াবী নীল পরীর মতো লাগছিল, কি এক মায়ায় রুপার চোখ উজ্জ্বল আভা ছড়াতে লাগল। হিমুর সেই অপলক হয়ে রুপার পানে তাকিয়ে থাকা, আজও ভোলেনি রুপা! হয়তো হিমু, জগৎ নামক জায়গা থেকে আজ অনেক দূরে কিন্তু হিমু আছে রুপার মাঝেই, রুপার সাথেই! কখনো বৃষ্টির জল হয়ে, কখনো বা জোঁছনার রাত হয়ে আবার কখনো রুপার চোঁখের মুক্তো ঝরা জল হয়ে!

Related Posts:

  • তোমায় আমি ভালোবাসিএকটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো না। তো ছেলেটা একদিন মেয়েটার কাছে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি।তুমি কেন বুঝতে পারনা?তোমার খারাপ লাগবে বলে আমি তোমার পিছু নিইনা, তোমার খারাপ লাগ… Read More
  • Most Amazing Proposal Ever Read More
  • আমার নীল বেদনার স্বপ্নের পাতায় হাজারো ইচ্ছে গুলো আজ নীল বেদনায় ডেকে গেছে। এক ফোঁটা শিশির  বিন্দুর নেয় গড়ে উঠা অজস্র স্বপ্নের ছায়াগুলো  আজ নিকোষ আঁধারের নিস্তব্ধতায় পুরোনে সে  বালিশে মুখ গুজে থাকে। প্রকৃতি আমার হয়নি  … Read More
  • কল্পনার ছায়াভাললাগা আর ভালথাকার,দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না ! জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়,ভাললাগাটা  ধরে রাখতে গেলে,হারাতে হয় জীবনের বাস্তবতা ! আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্নগুলোকে ! সত্যি বলতে কী জীবন চলার পথের সুখের … Read More
  • নীরবচারী নির্বাক স্বপ্নজালস্বপ্নের পাতায় হাজারো ইচ্ছে গুলো আজ নীল বেদনায় ডেকে গেছে। এক ফোঁটা শিশির বিন্দুর নেয় গড়ে উঠা অজস্র স্বপ্নের ছায়াগুলো আজ নিকোষ আঁধারের নিস্তব্ধতায় পুরোনে সে বালিশে মুখ গুজে থাকে। প্রকৃতি আমার হয়নি তাতে কী। আমায় তো সে অনেক দিয়ে… Read More

0 comments:

Post a Comment