স্বপ্নের পাতায় হাজারো ইচ্ছে গুলো আজ
নীল বেদনায় ডেকে গেছে। এক ফোঁটা শিশির
বিন্দুর নেয় গড়ে উঠা অজস্র স্বপ্নের ছায়াগুলো
আজ নিকোষ আঁধারের নিস্তব্ধতায় পুরোনে সে
বালিশে মুখ গুজে থাকে। প্রকৃতি আমার হয়নি
তাতে কী। আমায় তো সে অনেক দিয়েছে নীলা
বৃষ্টির প্রতিটা রাত,নিসঙ্গ মুহূর্ত আর বুকের
ভিতর বিধে থাকা ক্ষতটার তীব্র যন্তনার
অনুভূতী। হয়তবা জীবনের সব শুন্যতা চাইলেও
মনে হয় পূরণ করা যায় না। জানি এই পৃথিবীর
হাজার মানুষও পূরণ করতে পারবে না আমার রক্তকণিকায় মিশে যাওয়া মানুষটির জায়গা। যা আজও শূন্যই আছে। ভালো থাকুক, আমার ভালোবাসা,ভালো থাকুক সেই সব অশ্রুমিশ্রীত নীরবচারী নির্বাক স্বপ্নজাল।।
0 comments:
Post a Comment