ROBIN RAHMAN

Videos

Wednesday, August 24, 2016

অনুভূতি

তুমি বিহিন রাত গুলো বড়ই অসহায়। দিনগুলো একটা বোবা মানুষের মতো। যে সবাইকে নিজের আকুতিটা বোঝাতে পারে না।
একটা মানুষ এতোটা সার্থপর কীভাবে হতে পারে সেটা হয়ত তোমাকে না দেখলে বুঝতাম না।
কেনো এমন করলে তুমি। তোমার কী একটুও ভালোবাসা ছিলোনা আমার প্রতি নাকি সবই কিছুটা দিনের মায়া ছিলো । তোমার জিবনটা একটা পেন্সিলে আকা জীবনের মতো ছিলো হয়ত। যেটাকে রাবার দিয়ে মুছে ফেলেছো তাইনা? সত্যিই তুমি ছাড়া আমি অসহায় এটা কি বুঝ না। সেদিনের কথা গুলো কি তোমার মনে পড়ে না। আচ্ছাহ ভালোবাসা দিবসের রাতের কথা মনে আছে তোমার,ও হ্যা তোমার কীভাবে মনে থাকবে তুমি তো সার্থপরের মতো আমাকে ছেড়ে আছো । আমি কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্ত গুলোর কথা একটা মিনিট ভুলে থাককে পারছি না।
ভালোবাসা দিবসে সারাটা দিন তোমার পথ চেয়ে বসে ছিলাম। কিন্তু তুমি সেদিন এসেছিলে অনেক রাত করে । হাতে ছিল কয়েকটি প্যাকেট। -ঐ কী হচ্ছে এখানে? - বলবনা।
-কেনো?
- কারণটা না হয় বুঝে নিন। - আমার লক্ষীটা কী রাগ। - হুম অনেক।
- আচ্ছা তাহলে আমি যাই। -হাতের প্যাকেটাতে কী?
- কোনো একজন মানুষের জন্য গিফট এনেছিলাম।
-তো দেয়া হচ্ছে না কেনো.?
- যাকে দিবো সে তো রাগ তো সে কি নিবে আমার গিফট টা?
- রাগ বলে কি গিফট নিবে না বলেছে। তুমি এমন কেনো বলবা একটু। সারাটা দিন তোমার পথ চেয়ে ছিলাম কিন্তু তুমি এলে না। যাও এলে তা রাগ করেছি সেটা না ভাংগিয়ে গিফটাও নিয়ে যাচ্ছ। তুমি একটুও ভালোবাসনা আমাকে। আমার প্রতি কোনো মায়াই তোমার নাই। দাও প্যাকেট গুলা দাও।
- এই যে। তবে এটাকে আমি গেলে খুলবি আমি থাকতে না।
-হুম ওকে।
সেদিন তোমার গিফটা দেখে আনন্দে আত্তহারা হয়েছিলাম আমি। কারণ সেটাতে যে গিফটা ছিল সেটা আমাদের সাদ্ধের বাইরে ছিলো। আনন্দে সেদিন বলেছিলাম ভাইয়া অনেক ভালবাসি তোমাকে। সেদিন শুধু তোমার হাতের গিফট টা দেখেছিলাম তবে সেটা কিভাবে এনেছিলে যানতে চাইনি।
পরের দিন যখন দেখি তোমার প্রিয় বাইকটা নেই তখনই বুঝেছিলাম আমাকে দেওয়া গিফটের টাকা কোথায় পেয়েছিলে তুমি।
মানুষের উপরে ওঠার জন্য কেউ না কেউ তাকে উৎসাহ যোগায়। আমার উৎসাহ ছিলে তুমি।
বাবা -মা চলে যাবার পর তাদের অভাবটা কখনও আমাকে বুঝতে দাও নি তুমি তবে তোমার সেদিনের ভালোবাসাকে কখনও বুঝতে চাইনি আমি।
যদি বুঝতাম তাহলে তোমাকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যেতাম না। তুমি সেদিন অনেক কেদেছিলে তাই না ভাইয়া। তুমি কী যানো তোমাকে হারিয়েই তোমার অভাবটা বুঝতে শিখেছি আমি।।
খুবই মিস করি তোমার সাথে কাটানো সেদিন গুলোর কথা।
মনে হয় আরেকটু সুযোগ পেলে ভুলটা শোধরাতে পারতাম।
প্রতিবার ঈদেই তোমার সাথে কেনাকাটা নিয়ে একটা ঝগড়া হতো।
ভাবতাম ঈদে কিছুই হয়ত কিনে দিবে না আমাকে তুমি কিন্তু ঈদের আগের দিন রাতে ঠিকই আমার ইচ্ছা মতো সকল চাওয়া পূরণ করে তুমি।
তুমি কী যানো যেদিন তোমার ঐ নিস্তব্ধ দেহটা মাটিতে পরে থাকতে দেখেছিলাম মনে হয়েছিলো পৃথিবীতে আমার জন্য রাখা শেষ ভালোবাসাটুকু হারিয়ে ফেলেছি বুঝি।।
হ্যা আমি সেদিন সত্য ছিলাম। বাবা- মায়ের পর এবার আমাকে তুমি ছেড়ে গেলে। তবে তুমি এভাবে সার্থপরের মতো যাবে ভাবি নি।।
কারণ তোমাকে বোঝাতে বাকি ছিলো তোমার আদরের বোনটাও যে তোমাকে অনেক ভালোবাসে।
একটি কবরের পাশে দারিয়ে কথা গুলো বলে চলেছে সাদিয়া।
চোখের কোনে তার কিছুটা পানি, মুখে হারানো কিছুর অভিমান।
ভাইয়া তুমি ফিরে এসো। তোমাকে ছাড়া থাকা অনেক বেশি কস্টের।
কিছু কিছু ভালোবাসার অনুভূতি গুলো একটু ভিন্ন হয় যার অভাবটা তাকে হারিয়ে বোঝা যায়।
তবে হারানোর কস্ট টা সে বোঝে যে প্রিয় মানুষ গুলোকে হারায়।
তাই তোমাকে হারিয়ে তোমার অভাবটা বুঝতেছি আমি।
বেশিরভাগ ভাই বোনেরই যুদ্ধ চলে সারা দিন।
লক্ষ্য থাকে মা -বাবার আদর বা অন্য সব কিছুর ভাগটা যেনো বেশি পায় কিন্তু দিন শেষে দেখা যায় যখন এই যুদ্ধটাকে সে হারিয়ে ফেলে তখন নিজের শূন্যতা বুঝতে পারে। ভাই বোনের ভালোবাসা গুলো সেরা ভালোবাসা গুলোর মধ্যে অন্যতম।

0 comments:

Post a Comment